ঢাকা টেস্টে জয় সম্ভব : খালেদ মাহমুদ


প্রকাশিত: ০৬:২২ এএম, ২৭ জুলাই ২০১৫

চট্টগ্রাম টেস্টে দারুণ এক সম্ভাবনার হাতছানি দিয়েছিলো। কিন্তু, সবই পণ্ড হয় বৃষ্টির কাছে। তাই এবার ঢাকা টেস্টের পালা। আর ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারলে ঢাকা টেস্টে জয় পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে সে ক্ষেত্রে বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের মতো বোলারদেরও ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

ঢাকা টেস্টেই প্রোটিয়াদের সাদা পোষাকে বধ করার স্বপ্ন পূরণ করা সম্ভব বলে মনে করেন টাইগার দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে কাজটা কঠিন কিন্তু, অসম্ভব কিছু নয়। আর তাই সম্ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে খেলোয়াড়দের সাথে ম্যানেজমেন্টের ভূমিকাও কম নয় বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাই ঢাকা টেস্ট বা মিরপুরের উইকেট নিয়ে শিগগিরই পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।

এদিকে দলের ঐচ্ছিক ছুটি থাকায় বিমানবন্দর থেকে হোটেলে না গিয়ে বাংলাদেশ দলের অনেকে বাসার পথ ধরেছেন। তবে টিম হোটেলেও ফিরেছে কোচসহ বেশ কয়েকজন ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকা দলের সবাই ঢাকায় ফিরে হোটেলেই বিশ্রাম করে দিনটি পার করেছেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।