কিশোরগঞ্জে ট্রাকচাপায় একজনের মৃত্যু, ট্রাকে আগুন


প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৬ জুলাই ২০১৫

কিশোরগঞ্জের সাদুল্লারচরে ট্রাকের চাপায় মো. আলাউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া টামনী গ্রামের বাসিন্দা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা বাজারে এক আত্মীয়ের বাড়িতে তিনি বেড়াতে গিয়েছিলেন। বাজারের পাশে একটি মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তায় বের হওয়ার পর পরই ট্রাকটি তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সাদুল্লারচর বাজারের কাছে বড়বাগ এলাকায় রাস্তার পাশে কাত হয়ে আটকে যায় ট্রাকটি। এ সময় উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় বন্ধ হয়ে যায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল। প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় নান্দাইল থানায় মামলা হবে।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।