গোলকিপার কোর্টয়িসের গোলে জয় পেলো চেলসি
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের কাছে অপ্রত্যাশিত হারের পর ঘুরে দাঁড়িয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। শনিবার পিএসজির বিপক্ষে পিছিয়ে থেকেও পেনাল্টিতে জয় পায় হোসে মোরিনহোর দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর পেনাল্টিতে ৬-৫ ব্যবধানে জিতে ছন্দে ফিরল ইংলিশ চ্যাম্পিয়নরা।
দ্য ব্লুজ গোলকিপার থিবট কোর্টয়িসের অনবদ্য দু’টি সেভ পেনাল্টিতে দলের জয় নিশ্চিত করল। শুধু সেভই করলেন না কোর্টয়িস, পেনাল্টিতে জয়সূচক গোলটিও এল তার পা থেকেই।
তবে শুরু থেকে ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল পিএসজি। ২৫ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। চেলসি ডিফেন্ডারের ভুলে বল পেয়ে মাতুইদি শট করলে তা বারে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে বল জালে জড়াতে কোন ভুল করেননি ইব্রাহিমোভিচ।
প্রথমার্ধে প্যারিসের পাল্লা ভারি থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় মোরিনহোর দল। ফলস্বরূপ ৬৫ মিনিটে দলকে সমতায় ফেরায় ভেক্টর মোজেস। ফেব্রিগাসের কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় বল জালে পাঠান মোজেস। চেলসির জার্সি গায়ে অভিষেক ম্যাচেই নজর কাড়েন রাদামেল ফ্যালকাও। পেনাল্টি শুটআউটে গোল করতে ভুল করেননি তিনি।
বুধবার বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নামবে মোরিনহোর দল।
আরটি/এআরএস/পিআর