সাউথ এশিয়ান আরচারিতে মিলনের ব্রোঞ্জ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৫ মার্চ ২০১৮

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চলমান তৃতীয় সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের মিলন মোল্লা। রোববার মিলন কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জের লড়াইয়ে ১৪৩-১৪০ স্কোরে হারিয়েছেন স্বদেশী লসীম কুমার দাসকে।

প্রতিযোগিতার স্বর্ণের লড়াইয়ে উঠেছেন বাংলাদেশের রোমান সানা, ইব্রাহিম শেখ রেজওয়ান, নাসরিন আক্তার, সুস্মিতা বনিক ও রোকসানা আক্তার। মঙ্গলবার রিকার্ভ পুরুষ এককের ফাইনালে মো. রোমান সানা খেলবেন ইব্রাহিম শেখ রেজোয়ানের সঙ্গে, রিকার্ভ মহিলা এককের ফাইনালে বাংলাদেশের নাসরিন আক্তার খেলবেন ভারতের হিমানীর সঙ্গে।

কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের সুস্মিতা বনিক স্বর্ণের লড়াই করবেন স্বদেশী রোকসানা আাক্তারের সঙ্গে। সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরে বাংলাদেশ কোনো স্বর্ণ না জিতলেও এবার সে অপেক্ষা কাটছে। দুটি ইভেন্টের ফাইনালে মুখোমুখি বাংলাদেশের আরচাররা। তাই দুটি ইভেন্টে স্বর্ণ জয় নিশ্চিত বাংলাদেশের।

আরআই/এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।