সেই শ্রীসান্থ বেকসুর খালাস!
উপযুক্ত প্রমাণের অভাবে আইপিএল স্পট-ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন শান্তা কুমারন শ্রীসান্থ। অথচ মাঠে বল করার সময় টিভি ক্যামেরায় তার কোমরে স্পষ্ট টাকার বান্ডিল ধরা পড়েছিল!
স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় দলের এই পেসার। বলেন, ‘ঈশ্বরের প্রতি বিশ্বাস ও দেশের বিচারব্যবস্থার উপর আমার আস্থা ছিল। আজ আমি ভীষণ খুশি। ফের বল হাতে মাঠে নামব, এর থেকে ভালো আর কী হতে পারে।’
শ্রীসান্থ ছাড়াও রাজস্থান রয়্যালসের আরো দু-জন ক্রিকেটার অজিত চণ্ডীলা এবং অঙ্কিত চহ্বানকে শনিবার বেকসুর খালাস করে দিয়েছেন দিল্লির বিশেষ আদালত।
প্রথম থেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছিলেন রাজস্থান রয়্যালসের এই তিন ক্রিকেটার। রায় শোনার পর অজিত চণ্ডীলা বলেন, ‘গত দুই বছর যে কলঙ্ক আমাদের গায়ে লেপে দেয়া হয়েছিল, তা থেকে আজ মুক্ত হলাম। এবার নিশ্চিতে ঘুমাতে পারব।’
রাজস্থান রয়্যালসের এই তিন ক্রিকেটার ছাড়াও প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছেন আরো ৪২ জন। একই কারণে ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে মুক্ত হলেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিল।
১৬ মে ২০১৩ স্পট-ফিক্সিং কাণ্ডে গ্রেফতার হন রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীসান্থ, চহ্বাণ ও চণ্ডীলা। বেশ কয়েক মাসের জেলও খেটেছেন শ্রীসান্থরা। কিন্তু ২৫ জুলাই ২০১৫ সব অভিযোগ থেকে মুক্ত হলেন এই তিন ক্রিকেটার।
শ্রীসান্থদের মুক্ত হওয়ার খবরে সৌরভ গাঙ্গুলী জানান, তাদের পুনরায় মাঠে দেখতে চাই। যদিও এটা সম্পূর্ণ বোর্ডের ব্যপার। তবে আমার ব্যক্তিগত মত, আদালতে মুক্ত হওয়ায় শ্রীসন্থদের ক্রিকেটে ফিরতে দেওয়া উচিত। মনে হয় না, বোর্ডেরও এতে কোন আপত্তি থাকবে।
আরটি/এসএইচএস/এমআরআই