সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ মুশফিক


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৫ জুলাই ২০১৫

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টে চতুর্থ ও পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ড্র’র স্বাদ পায় বাংলাদেশ। তবে প্রথম তিন দিন খেলা হয়েছে মোট ২২১ ওভার। আর এই সময়ে বেশিরভাগ সেশনেই আধিপত্য বিস্তার করে খেলেছে টাইগাররা।

টেস্ট র‌্যাংকিং-এর এক নম্বর দলের বিপক্ষে ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। এজন্য ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থদের প্রশংসাই করলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।

আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান নবম। এমন চিত্র নিয়ে চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামে দু’দল। কিন্তু চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে বল হাতে গর্জে উঠে বাংলাদেশের বোলাররা। ফলে প্রথম ইনিংসেই ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

এরপর নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে ব্যাটিং ক্যারিশমা দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং-এ ৩২৬ রানে থামে টাইগাররা। ফলে প্রথম ইনিংস থেকে ৭৮ রানে লিড পায় স্বাগতিকরা। আর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রান তুলে তৃতীয় দিন শেষ করে প্রোটিয়ারা। তবে চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ম্যাচটি ড্র’ই হয়। কিন্তু টেস্টের যে তিনদিন খেলা হয়েছে, তাতে আধিপত্য বিস্তার করেই খেলেছে বাংলাদেশ। তাই বাংলাদেশের এমন পারফরমেন্সে সতীর্থদের প্রশংসাই করলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।

তিনি বলেন, ‘এ ম্যাচ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু পেয়েছি। আমরা প্রতিপক্ষকে অলআউট করেছি। এরপর আমরা লিডও নিয়েছি। ম্যাচে লিটন ও মুস্তাফিজুর দারুন পারফর্ম করেছে। সঙ্গে সাকিব ও মাহমুদুল্লাহও। তবে ভালো বল করে উইকেট শিকার করতে পারেনি শহীদ। মুস্তাফিজুর দুর্দান্ত পারফর্ম করেছে। টেস্টের এক নম্বর দলের বিপক্ষে আমরা ভালো খেলেছি এটা বলাই যায়।’

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।