পাকিস্তানে নিষিদ্ধ বাঙ্গিস্তান! (ভিডিও)


প্রকাশিত: ১১:৩০ এএম, ২৫ জুলাই ২০১৫

মুক্তির আগেই পাকিস্তানে নিষিদ্ধ হলো ভিন্ন ধাঁচের রাজনৈতিক গল্পের বলিউডের ছবি বাঙ্গিস্তান। গেল কয়েকদিন আগে ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে। সেটি প্রকাশের পর থেকেই সর্বত্র আগ্রহের জন্ম দিয়েছে কমেডি ধাঁচের এই ছবি। তবে ট্রেলার দেখেই পাকিস্তানে নিষিদ্ধ করে দেয়া হয়েছে বলিউডের আসন্ন ছবি ‘বাঙ্গিস্তান’।

এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক রিতেশ সিদভানি বলেন, ট্রেলার দেখেই পাকিস্তানে ছবিটি নিষিদ্ধ হয়ে যাওয়াটা খুবই দুঃখজনক। তারা এটা করতে পারে না। পুরো ছবিটা না দেখে শুধু ট্রেলারের উপর নির্ভর করে ছবিটি নিষিদ্ধ হতে পারে না।

‘দিল চাতা হ্যায়’ ছবির প্রযোজক আরো বলেন, আমি পাকিস্তানি হাই কমিশনারকে আমন্ত্রণ জানিয়েছি, চিঠিতে লিখেছি তারা আমাকে প্রমাণ করে দেখাক যে ‘বাঙ্গিস্তান’ ছবিটি পাকিস্তান বিরোধী। ছবিটি আমি ব্যক্তিগত উদ্যোগে আমার টিম নিয়ে গিয়ে তাদের দেখিয়ে আসবো।

পাকিস্তানে নিষিদ্ধ হয়ে যাওয়া ‘বাঙ্গিস্তান’ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে অভিনেতা রিতেশ দেশমুখ বলেন, ছবিতে একটা কাল্পনিক দেশ দেখানো হয়, যার নাম ‘বাঙ্গিস্তান’। যে দেশের নিজস্ব পাসপোর্ট আছে, জাতীয় পতাকা আছে, এবং পৃথিবীর মানচিত্রে আলাদা একটা ভূখন্ডরূপে দেখানো হয়। এটাকে যারা ‘পাকিস্তান’-এর সাথে তুলনা করছেন, তারা ভুল করছেন।

‘বাঙ্গিস্তান’ ছবিটি চলতি মাসের ৩১ তারিখে মুক্তির কথা থাকলেও সাময়িক জটিলতার জন্য এক সপ্তাহ পিছিয়েছে ছবিটি। আসছে আগস্টের ৭ তারিখে মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখ।

রিতেশ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করছেন পুলকিত সম্রাট ও চন্দন রয় সান্যাল। মজার ব্যাপার হচ্ছে এই সিনেমায় জ্যাকলিন ফার্নান্দেজও বিশেষ এক চরিত্রে অভিনয় করছেন।



এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।