ভূমিকা বদলাচ্ছে রুনির
ভ্যান পার্সি, ফেলকাওকে জায়গা করে দিতে গত মৌসুমে একটু পিছন থেকে খেলেছিলেন। কখনও আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলেছিলেন৷ তবে নতুন বছরে ভূমিকা পাল্টে যাচ্ছে ম্যানচেস্টারের তারকা স্ট্রাইকার ওয়েন রুনির। দলের মূল স্ট্রাইকার হিসাবে খেলবেন তিনি। আর রুনিও এটা নিয়ে খুবই উচ্ছ্বাসিত।
চলতি মৌসুমে দল ছেড়েছেন ভ্যান পার্সি, ফেলকাও। তাই আবার দলের মূল স্ট্রাইকারেই খেলবেন। কোচ ভ্যান গাল আগে থেকেই বলে দিয়েছেন রুনিকে সিঙ্গল স্ট্রাইকারে খেলাবেন৷ রুনিও সেটাই চাইছেন। গত মৌসুমে মূল স্ট্রাইকার হিসাবে না খেলানোয় কিছুটা মনঃক্ষুণ্ণ ছিলেন এই তারকা। গুঞ্জন শুনা গিয়েছিল দল ছেড়ে দিতে পারেন রুনি। তবে এবার ফন গাল তাকে ফিরিয়ে আনছেন পুরনো ভূমিকায়। দলের ‘গোল মেশিন’ হতে তৈরি ম্যান ইউ স্ট্রাইকার।
রুনি বলেন, ‘দলের প্রধান স্ট্রাইকার হিসাবে খেলতে পারলে আমি অনেক গোল করতে পারব। আমি এই ভূমিকা পালন করার জন্য মানসিকভাবে প্রস্তুত। দলের হয়ে প্রচুর গোল করতে চাই।’ যোগ করে আর বলেন, ‘আমার নিজের কোনও ব্যক্তিগত লক্ষ্য নেই৷ আগামী মৌসুমে ফিট হবার জন্য নিজেকে তৈরি রাখছি।
আগামী রোববার সানফ্রানসিসকোর লেভি স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরটি/এমআর/এমআরআই