যুব গেমসের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে খুলনা-রাজশাহী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৫ মার্চ ২০১৮

প্রথম বাংলাদেশ যুব গেমসের শেষ দিনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে খুলনা ও রাজশাহী বিভাগ। শুক্রবার সমাপনী দিনে অনুষ্ঠিত হবে গেমসের সবচেয়ে আকর্ষণীয় ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট। এ দুটি ইভেন্টের ফলের উপর নির্ভর করছে কোন বিভাগ হবে প্রথম যুব গেমসের সেরা।

১৬৩ স্বর্ণের মধ্যে ১৬১টির নিস্পত্তি হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে ৩৭ স্বর্ণ নিয়ে শীর্ষে আছে খুলনা। একটি কম নিয়ে দ্বিতীয়স্থানে রাজশাহী। দুটি বিভাগেরই সম্ভাবনা আছে ১০০ মিটারের স্বর্ণ জেতার। খুলনাকে টপকাতে হলে রাজশাহীকে জিততে হবে শেষ দিনের দুটি স্বর্ণ। আর তা নাহলে এককভাবে শ্রেষ্ঠত্বেও মুকুট পরবে খুলনা।
১০০ মিটারের হিটের টাইমিং অনুযায়ী ছেলেদের বিভাগে স্বর্ণজয়ের সম্ভাবনায় এগিয়ে খুলনা। আর মেয়েদের রাজশাহী। শেষ দিনের দুই স্বর্ণ শীর্ষে থাকা দুই বিভাগে গেলে খুলনাই হবে চ্যাম্পিয়ন। আবার একটি রাজশাহী জিতলে এবং অন্যটি খুলনার বাইরে গেলে দুই বিভাগের স্বর্ণ হবে ৩৭ টি করে। আর দুই স্বর্ণের একটি জিতলেই হবে খুলনার। চট্টগ্রাম দুটি স্বর্ণ জিতলে ছুঁয়ে ফেলবে দ্বিতীয় স্থানে থাকা রাজশাহীকে। এ বিভাগের তৃতীয় হওয়া নিশ্চিত।

সর্বশেষ পদক তালিকা

বিভাগ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

খুলনা

৩৭

২৩

৩৪

রাজশাহী

৩৬

৩৪

৪০

চট্টগ্রাম

৩৪

২৫

৪২

ঢাকা

২৭

৩৯

৩৯

রংপুর

১৩

৩০

বরিশাল

ময়মনসিংহ

১৫

সিলেট

১২

১২

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।