বার্সেলোনার জরিমানা


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৫ জুলাই ২০১৫

সমর্থকদের কর্মকাণ্ডের জন্য জরিমানা গুণতে হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে। গত মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এ ম্যাচে বার্সার কিছু সমর্থক স্বাধীনতাকামী প্রো-কাতালানের পতাকা নিয়ে মাঠে হাজির হয়। বিষয়টি ভালো দৃষ্টিতে নেয়নি ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাই তারা জরিমানা করে বসল বার্সাকে।

সমর্থকদের এমন কাণ্ডে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ৩০ হাজার ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ক্লাবটিকে। বার্সা উয়েফার আর্টিকেল ১৬ (২) এর ‘ই’ ধারা ভঙ্গ করেছে। যেখানে বলা আছে এমন কোনো শব্দ, অঙ্গভঙ্গি, বার্তা বহন করা যা খেলাধুলার সঙ্গে যায় না, যা বিশেষ করে রাজনীতি, কোনো বিশেষ আদর্শ, ধর্মের ব্যাপারে উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, ফাইনালে বার্সেলোনা ৩-১ গোলে জুভেন্টাসকে হারায়।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।