গুয়াতেমালায় ফুটবলারকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৪ জুলাই ২০১৫

গুয়াতেমালার রাজপথে ৩৩ বছর বয়সী পাবলো ভিলাতোরো নামের এক পেশাদার ফুটবলারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে  জানায় দেশটির পুলিশ।

পুলিশ জানায়, ট্রাফিক জনীত সমস্যার কারণে রাজধানী থেকে ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত চিকুইমুলা শহরে মেক্সিকো ক্লাবের এই ডিফেন্ডারকে হত্যা করা হয়। এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ।

এর আগে ২০০৭ সালেও গুলিবিদ্ধ হবার পর প্রাণে রক্ষা পেয়েছিলেন এই ফুটবলার। এ সময় তার গাড়িটি চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে তার ওপর দুই রাউন্ড গুলি চালায় চোর।

দক্ষিণ আমেরিকায় গুয়াতেমালা হচ্ছে সবচেয়ে দাঙ্গাবাজ জাতি। যেখানে প্রতি এক লাখ লোকের মধ্যে ৪০ জন্য খুন হয় বলে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের সংগৃহীত তথ্যে ওঠে এসেছে।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।