খালেদা প্রমাণ করেছেন সরকারের বিচার কাজ সঠিক : সুরঞ্জিত


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৪ জুলাই ২০১৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে প্রমাণ করেছেন সরকার বিচার কাজ সঠিকভাবেই করছে।

শুক্রবার দুপুরে কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠীর ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত  বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার দায়ভার একমাত্র সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে ।
 
অস্বাভিক হারে বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিয়ে সরকার কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি ।

আক্ষেপের স্বরে তিনি আরো বলেন, দুর্ঘটনায় কারণে যারা ঈদে ঘরে ফিরতে পারেননি তাদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। ঘরে ফেরা মানুষের এমন ক্ষয়ক্ষতি মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে জড়িতদের বিচারের আওতায় আনা আমাদের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. খন্দকার ইমদাদুল হক সেলিম।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।