ব্রিটেনকে ইইউতে থাকার আহ্বান ওবামার


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৪ জুলাই ২০১৫

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাজ্য যদি বিশ্বে তাদের প্রভাব বজায় রাখতে চায়, তাহলে তাদের জোটে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

ব্রিটেনের ইইউতে থাকা না থাকা নিয়ে একটি পরিকল্পিত গণভোটের আগে বৃহস্পতিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন।

যুক্তরাজ্য ইউনিয়নে থাকলে তা ইউনিয়নকেও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই, বিশ্বে যুক্তরাজ্যের প্রভাব বজায় থাকুক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা ইউরোপীয় ইউনিয়নের মতো একটি প্রতিষ্ঠান বিশ্বকে নিরাপদ ও আরো সমৃদ্ধ করে তুলছে`।

ইউনিয়নে থাকা না থাকা নিয়ে ২০১৭ সালের শেষ নাগাদ ব্রিটেনে একটি গণভোটের অঙ্গীকার করেছেন রক্ষণশীল প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

গণভোটের আগে ক্যামেরন ইউনিয়নে ব্রিটেনের সদস্য পদের শর্ত পরিবর্তনে ইইউ নেতাদের সঙ্গে আলোচনা করছেন।

ওবামা আরো বলেন, তার ক্ষমতাকালে সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে, তিনি অস্ত্র নিয়ন্ত্রণে শক্ত আইন করতে পারেননি। কিন্তু একটি উন্নত দেশ হিসাবে এমন আইন জরুরি বলে তিনি মনে করেন।

আমেরিকায় সম্প্রতি পুলিশের সঙ্গে সহিংসতা আর বর্ণবিদ্বেষের অভিযোগ সম্পর্কে দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনকার শিশুরা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছে এবং একদিন আমেরিকায় আর এমন ঘটনা ঘটবে না।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।