ম্যাচ জেতানো ইনিংস ছেলেকে উৎসর্গ করলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ এএম, ১১ মার্চ ২০১৮

এমন একটি জয় খুব দরকার ছিল বাংলাদেশের। হারতে হারতে খাদের কিনারায় চলে গিয়েছিল টাইগারদের আত্মবিশ্বাস। অবশেষে একটি জয় এসেছে, মুশফিকুর রহীম যার নায়ক। টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান জয়টা উৎসর্গ করেছেন তার ঘরে আসা নতুন অতিথিকে।

মুশফিকের ঘরে কদিন আগেই এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান। নাম রেখেছেন মো. শাহরুজ রহিম মাইয়ান। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশের মধ্যেই তুললেন তার ছেলের কথাও। নতুন অতিথিকে তার ইনিংসটি উৎসর্গ করে মুশফিক বলেন, 'আমি ইনিংসটা আমার ছেলেকে উৎসর্গ করছি। তার বয়স মাত্র ৩৫ দিন।'

মুশফিকের ব্যাটে চড়েই প্রেমাদাসায় অবিশ্বাস্যভাবে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২১৫ রানের রেকর্ড তাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসেরই প্রথম। মুশফিক করেন ৩৫ বলে ৭২ রান, যার মধ্যে ছিল ৪টি বাউন্ডারি আর ৫টি ছক্কার মার।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।