জিম্বাবুয়েকে টি২০ খেলার আমন্ত্রণ পাকিস্তানের


প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৪ জুলাই ২০১৫

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার জিম্বাবুয়েকে ওয়ানডের পরিবর্তে টি২০ খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবার এই তথ্য জানায় এক্সপ্রেস নিউজ।

এ দিকে আগস্টে অনুষ্ঠিতব্য এই সিরিজ নিয়ে জিম্বাবুয়ের পক্ষ থেকে এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

এর আগে, ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় পাকিস্তান যেখানে বলা হয় আগস্টে সিরিজটি অনুষ্ঠিত হবে।

এ দিকে, আইসিসির ওডিআই র্যা ঙ্কিংয়ে ৯০ পয়েন্ট নিয়ে ৮ম স্থান ধরে রেখেছে পাকিস্তান অন্যদিকে ৯ম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

যদি ওয়েস্ট ইন্ডিজকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য বলা না হয় তাহলে পাকিস্তান সহজেই চ্যাম্পিয়ন ট্রফির জন্য কোয়ালিফাইড হবে। কাজেই ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন ট্রফিতে জায়গা করে নিতে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা নিশ্চিত করা জরুরি। অন্যথায় এই সুযোগকে কাজে লাগিয়ে ট্রফিতে জায়গা করে নিবে পাকিস্তান।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।