কালকিনিতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫


প্রকাশিত: ০৮:০১ এএম, ২৪ জুলাই ২০১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই নীলখোলা নামক স্থানে শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই নীলখোলা নামকস্থানে আসলে মাদারীপুর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রীবাহী মায়ের দোয়া নামের বাসের সঙ্গে (যশোর ব-৮৪১) বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রোবাসের (চট্টগ্রাম ম-১১-০০৬) মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি বরিশাল জেলায়।

গুরুতর আহত অবস্থায় ১০ জনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মাদারীপুর ফায়াস সার্ভিস, মাদারীপুর, কালকিনি ও ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ কে এম নাছির/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।