আজ মুখোমুখি হচ্ছেন গ্যাটলিন-বোল্ট


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৪ জুলাই ২০১৫

লন্ডনে অনুষ্টিত ডায়মন্ড লিগে  আজ (শুক্রবার) মুখোমুখি হচ্ছেন জাস্টিন গ্যাটলিন এবং উইসেন বোল্ট। চোটের কারণে ছয় সপ্তাহ বিশ্রামের পর ফিরছেন বিশ্বের দ্রুততম মানব। অপরদিকে, সম্প্রতি দোহায় গ্যাটলিন নিজের সেরা সময়ের রেকর্ড ভেঙে ১০০ মিটার শেষ করেন ৯.৭৪ সেকেন্ডে। তাই বেইজিংয়ে আসন্ন বিশ্বমিটের আগে বোল্টের গ্যাটলিন পরীক্ষা নিয়ে ক্রীড়াবিশ্বে চলছে তুমুল উন্মাদনা।

চলতি বছরে বোল্ট ১০.১২ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার শেষ করতে পারেননি। অন্য দিকে, দু`বারের নিষিদ্ধ তারকা গ্যাটলিন চলতি বছরে ৯.৮ সেকেন্ডের কম সময়ে চার বার রেস শেষ করেছেন। মারাত্মক ফর্মে থাকা গ্যাটলিন তাই হুমকি হয়েই নেমেছে বোল্টের জন্য।
 
তবে মিটের আগে সাংবাদিকদের একের পর এক বাউন্সার সামলাতে হল বোল্টকে। সম্প্রতি ফর্মে থাকা গ্যাটলিনকে নিয়ে প্রশ্ন উঠে এল বারবার। তার পরই বোল্ট বলে দিলেন, `চ্যাম্পিয়নশিপের আগে আমার কোচ যে কোনো ভাবে আমাকে প্রস্ত্তত করে দেন৷ ট্রেনিংয়ে আমি বেশ ভালো করছি।`

সঙ্গে সংযোজন করে আরো বলেন, `আর যারা আমাকে চেনেন, তারা জানেন আমি চ্যাম্পিয়নশিপে নিজের সেরাটা দিতে ভালোবাসি। আর ৯.৭ সেকেন্ডে ১০০ মিটার শেষ করতে আমার মাত্র একটিই রেস লাগবে৷ আমি এটা নিয়ে ভাবছি না।`

গ্যাটলিন যদি বিশ্ব চ্যাম্পিয়ন হন? লন্ডনের মিটে নামার আগে উসেইন বোল্টকে এমন প্রশ্ন করা হলে জবাব দেন, `আমি হেরে যাওয়ার কথা ভাবছি না। তাই এই প্রশ্নের উত্তর দেবনা।`

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।