চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত পাকিস্তানের


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৩ জুলাই ২০১৫

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে  ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারীরা পাকিস্তান। আর এ জয়ের ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার বিষয়টিও নিশ্চিত হলো পাকিস্তানের।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে তারা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। তারপরও ছোট ছোট জুটির মধ্য দিয়ে ২৫৬ রানের লড়াকু সংগ্রহ পায় তারা। ব্যাট হাতে লাহিরু থ্রিমান্নে ৯০ ও  দিলশান ৫০ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২০ রান দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে।

২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আজহার আলী ও শেহজাদ মিলে ৭৫ রান তোলেন। এরপর ব্যক্তিগত ৩৩ রানে মালিঙ্গার বলে আউট হন আজহার। মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে দলীয় স্কোর ১৯০ পর্যন্ত নিয়ে যান শেহজাদ। এরপর ব্যক্তিগত ৯৫ রানে লাকমলের বলে পেরেরার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আহমেদ শেহজাদ। দলীয় ২১৩ রানে শ্রীবর্ধনের বলে আউট হয়ে যান হাফিজও (৭০)।

এরপর সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মালিক ২৯ ও সরফরাজ ১৭ রানে অপরাজিত থাকেন।  ম্যাচ সেরা নির্বাচিত হন আহমেদ শেহজাদ।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।