নিরাপত্তা বেষ্টনিতে বিশেষ আদালত
দুর্নীতির দুই মামলায় বখশিবাজারে অবস্থিত কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ড মাঠের বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বখশিবাজার এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আদালতের ভেতরে প্রবেশ করেন খালেদা জিয়া। এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে রওনা করেন তিনি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বখশিবাজার মোড়, ঢাকেশ্বরী মোড়, ঢাকা আলিয়া হয়ে আদালতের প্রবেশপথসহ চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলকায় পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদেরকেও মোতায়ন করা হয়েছে।
এদিকে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে একটি সাজোয়াযানকে প্রস্তুত রাখতেও দেখা গেছে। তবে গত হাজিরাতে এই এলাকা দিয়ে সাধারণের নিরাপত্তায় কঠোরতা অবলম্বন করা হলেও আজ অনেককেই এই এলাকা দিয়ে চলাফেরা করতে দেখা গেছে।
বেলা ১১টায় এই প্রতিবেদন লেখার সময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জেরা চলছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদকে জেরা করছেন।
এমএম/এআরএস/পিআর