বন্ধ হচ্ছে বিতর্কিত গুয়ান্তানামো বে কারাগার


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৩ জুলাই ২০১৫

যুক্তরাষ্ট্রের বিতর্কিত গুয়ান্তানামো বে কারাগার বন্ধের কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এটি বন্ধ করা হচ্ছে।

গুয়ান্তানামো বে থেকে ১২২ জন বাদে বাকি সব কারাবন্দীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ সালে প্রথম দফায় নির্বাচিত হওয়ার দুই মাসের মাথায় ২০১০ সালের মধ্যে এটি বন্ধের নির্দেশনা দিয়েছিলেন। তবে কংগ্রেসের বিরোধিতার মুখে তা সম্ভব হয়নি।

২০০২ সালে জর্জ বুশ প্রেসিডেন্ট থাকাকালীন এই বন্দিশালার প্রবর্তন করেন। তার সরকারের ভাষায় যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক ব্যক্তিদের আটক রাখতে এটি করা হয়েছে।

কিন্তু এই কারাগারে কোন ধরনের আনুষ্ঠানিক অভিযোগপত্র ছাড়া বন্দিদের আটক রাখা ও তাদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের ব্যাপক অভিযোগ ওঠে। কারাগার থেকে বেরিয়ে অনেক বন্দি তার বর্ণনা দিয়েছেন। বিবিসি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।