যুব গেমসের মশাল জালাবেন শ্যুটার আসিফ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্বলন করবেন ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস এবং এস এ গেমসের স্বর্ণজয়ী বাংলাদেশের কৃতি শ্যুটার অসিফ হোসেন খান। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ১০ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব গেমসের চূড়ান্ত পর্ব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আধুনিক মানের তৈরি মশাল ইতিমধ্যে বুঝে পেয়েছে বিওএ। শনিবার বিওএ সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের হাতে মশালটি তুলে দেয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মশাল ৮টি বিভাগের কাছেও পরবর্তীতে বুঝিয়ে দেয়া হবে।

১৯ কোটি টাকা বাজেটের বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বে অংশ নিবে ২৬৬০ জন ক্রীড়াবিদ। ১০ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করা হবে বিকেল ৪ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে লেজার শো’র মাধ্যমে বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।