মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি ভাঙচুর


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২২ জুলাই ২০১৫

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ উপ-নির্বাচন পরবর্তী সহিংসতায় মাঝাইল গ্রামে পাঁচটি বাড়ি ও দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতা ইবাদত বিশ্বাস অভিযোগ করে বলেন, মঙ্গলবার মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে পরাজিত হয়ে পার্শ্ববর্তী বেরইল গ্রামের বিএনপি নেতা মিলন সিকদারের সমর্থকরা মাঝাইল গ্রামের রশিদ বিশ্বাস, রহমত বিশ্বাস, রাশেদুল ইসলাম, ইসরাইল বিশ্বাসের বাড়ি ও দোকানে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা মোটরসাইকেল, টিভি, ফ্রিজসহ বাড়ির যাবতীয় আসবাপত্র ভাঙচুর এবং লুটপাট করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি করেছে। ঘোড়া প্রতীকের কর্মী রহমত বিশ্বাসের সঙ্গে মোটরসাইকেল প্রতীকের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে এ হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর এবং নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রোস্তম আলী।

মাগুরা পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, ভাঙচুরের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত হোসেন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।