টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২২ জুলাই ২০১৫

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৩০ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১ অগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

পিসিবি’র টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পেয়েছেন লেগস্পিনার ইয়াসির শাহ, পেসার মোহাম্মদ ইরফান ও সোহেল তানভির। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে চোট পাওয়া পেসার ওয়াহাব রিয়াজকেও দলে রেখেছেন নির্বাচকরা। ফিটনেস পরীক্ষায় পাস করলেই খেলতে পারবেন তিনি।
 
ওয়াহাবের বিকল্প হিসেবে আরেক পেসার জিয়া-উল-হককে ভেবে রেখেছে পিসিবি। গত মে মাসে পাকিস্তান ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ছিলেন এই পেসার। ওই সফরে তিনটি লিস্ট ‘এ’ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন জিয়া। এছাড়া তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে নিয়েছিলেন ৩ উইকেট।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল : শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নাউমান আনোয়ার, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, উমর আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ/জিয়া-উল-হক।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।