ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন আরচারির জার্মান কোচ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা আন্দোলনে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আরচারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। বুধবার সকালে টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে তীরন্দাজদের নির্মিত কাগজের তৈরি মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান এ জার্মান ভদ্রলোক।

আগের রাতে আরচারদের কাছে শহীদ দিবস সম্পর্কে জেনেছিলেন ফ্রেডরিখ। সালাম, বরকত, রফিকদের আত্মত্যাগের কথা জেনে তিনি শহীদ মিনারে ফুল দেয়ার আগ্রহ প্রকাশ করেন। আরচাররাও স্টেডিয়ামের এক কোণায় তৈরি করে ফেলেন অস্থায়ী শহীদ মিনার।

বুধবার সকালে অনুশীলন শুরুর আগে সেই মিনারে খালি পায়ে গিয়ে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান এ ভীনদেশি। পাশাপাশি তিনি কয়েকটি বাঙলা বাক্যও উচ্চাচরণ করেন। ‘আমি বাঙলা ভাষা ভালোবাসি। ভাষা দিবস অমর হোক’-ফুল দেয়ার পর এ বাক্যগুলো বলেন রোমান সানা-মিলনদের নতুন কোচ।

এ সময় অনুশীলনরত জাতীয় দলের সব আরচার উপস্থিত ছিলেন। মাত্র দুইদিন আগে জার্মানির ফ্রেডরিখ পাঁচ বছরের জন্য বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছেন।

আরআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।