মাঠে গড়াচ্ছে না ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতিম্যাচ


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২২ জুলাই ২০১৫

আয়োজকদের বিরদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় মাঠে গড়াচ্ছে না আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার প্রীতিম্যাচ। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এ প্রীতিম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দুর্নীতি, মানি লন্ডালিং ও ঘুষের সঙ্গে যুক্ত থাকায় ফিফার কয়েকজন কর্মকর্তা, ১৪ জন ফুটবলার ও স্পোর্টস মার্কেটিং অফিসিয়ালদের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে আর্জেন্টিনার দু’জন ব্যবাসায়ীও রয়েছেন। যারা আয়োজন করেছিলেন ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি। বর্তমানে আর্জেন্টিনায় গৃহবন্দী অবস্থায় রয়েছেন তারা। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছে আয়োজকরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।