টি-টোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরি সৌম্যর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

অফফর্মের কারণে ওয়ানডে আর টেস্ট দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাই দেখা যায়নি তাকে। তবে টি-টোয়েন্টিতে সর্বশেষ ছয় ম্যাচেই রান আছে বাঁহাতি এ ওপেনারের। তাই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে দেখে অবাক হননি কেউ।

এখনও যেন এ ফরমেটটা ভীষণ উপভোগ করেন, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন সৌম্য। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব দেখিয়ে চলেছেন এ ওপেনার।

হাফসেঞ্চুরির আগমুহূর্তে অবশ্য একটু বল খরচ করেছেন, তারপরও ৩০ বলে ফিফটি পূর্ণ হয়েছে সৌম্যের। টি-টোয়েন্টি ফরমেটে বাঁহাতি এ ওপেনারের এটি প্রথম হাফসেঞ্চুরি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.২ ওভারে ১ উইকেটে ৯৬ রান। সৌম্যর সঙ্গে ১৮ বলে ২৩ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম। ৯ বলে ১০ রান আউট হয়েছেন ওপেনিংয়ে নামা জাকির হাসান।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।