হারের দায় রেফারিকে দিলেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

রিয়ালের মাঠ থেকে ৩-১ গোলে হেরে অনেকটা কঠিন হয়ে গেছে পিএসজির শেষ আটে খেলা। তবে এই হারের জন্য নিজ দলের খেলোয়াড়দের চেয়ে বাজে রেফারিংকে বেশি দায়ী করছেন পিএসজি কোচ উনাই এমেরি।

ম্যাচ শেষে পিএসজি কোচ জানান, মাঠে রচ্চির (রেফারি) সিদ্ধান্তগুলো ছিল বিতর্কিত ছিল। রেফারি আমাদের কোনো সাহায্যই করেনি। আমাদের ভালো খেলার সময় সে বিতর্কিত পেনাল্টি দেয়। তা থেকেই সমতায় ফেরার সঙ্গে ওরা ম্যাচে ফেরার শক্তি খুঁজে পেল। আবার যখন ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে, তখন ওরা ২-১ করে ফেলল। কিন্তু গোলের আগে সম্ভবত ফাউল হয়েছিল। এরপর তো তৃতীয় গোল হলো।’

এদিকে এমেরি পিএসজিকে একটি পেনাল্টি দেয়া হয়নি বলেও দাবি করেন। তিনি বলেন, ‘আমরা ভালো খেলেছি। রামোসের হাতে একবার বলও লেগেছিল। রেফারির উচিত ছিল বাঁশি বাজানো। আমাদের এ ফল প্রাপ্য নয়।’

তবে এমেরির বাজে রেফারিংয়ের অভিযোগও সম্ভবত ধোপে টিকছে না। এখন দেখা যাক আগামী ৬ মার্চ ঘরের মাঠে কমপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করতে পারে কি না নেইমাররা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।