পিএসজি ম্যাচের আগে রিয়ালের পুরো দলকে তলব জিদানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

লা লিগা গেছে, গেছে কোপা দেল রে'র শিরোপা জয়ের সুযোগও। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রিয়াল মাদ্রিদের সামনে এখন একটাই সুযোগ, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। আজ শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে প্রথম লেগের লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে পুরো দলকে একসঙ্গে তলব করলেন কোচ জিনেদিন জিদান।

পুরো দল কেন? ইনজুরির কারণে তো জেসাস ভেল্লেজো খেলতে পারছেন না নিশ্চিত। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হবে দানি কারভাজেলকেও। তবে তাদেরও ছাড় দেননি জিদান। দলের অনুশীলনে সবাইকে একসঙ্গে করাটাই বড় উদ্দেশ্য ছিল রিয়াল কোচের।

পিএসজির বিপক্ষে আজকের ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের একতাবদ্ধ করে উজ্জীবনী মন্ত্র কানে দিয়েছেন জিদান। সবার উপস্থিতিতে মন্ত্রটা আরও বেশি শক্তিশালী হবে, রিয়াল কোচের বোধ হয় সেটাই বিশ্বাস।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।