কাতার ওপেন থেকে ছিটকে গেলেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

নিষেধাজ্ঞা থেকে ফিরে সময়টা ভালো যাচ্ছে না শারাপোভার। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেনে নিজেকে মেলে ধরতে পারেননি। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসেছিলেন কাতার ওপেন। তবে এখান থেকেও হতাশ হয়ে ফিরতে হল তাকে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন রাশিয়ান এই সুন্দরী।

অখ্যাত মোনিকা নিকুলেসকুরের বিপক্ষে শুরুটা ভালোই করেছিলেন শারাপোভা। প্রথম সেট ৬-৪-এ জিতে নেন। তবে এরপরই ঘটে ছন্দপতন। দ্বিতীয় সেট ৬-৪ ও তৃতীয় সেট ৬-৩ গেমে হেরে বিদায় নেন আসর থেকে।

ম্যাচ শেষে শারাপোভা বলেন, ‘শারীরিকভাবে আমি ফিট রয়েছি। কিন্তু শেষে গিয়ে অনেক ভুল করে ফেলেছি। যতটা চেয়েছিলাম পারিনি।’ এর আগে দুই বার দোহায় চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলেছিলেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাশিয়ান সুন্দরী।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।