টি২০ বিশ্বকাপের ভেন্যু ঘোষণা


প্রকাশিত: ১০:১০ এএম, ২১ জুলাই ২০১৫

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ অনুষ্ঠিত হবে ভারতে। টি২০ বিশ্বকাপের পুরুষ এবং মহিলা দলের জন্য ভেন্যু ঘোষণা করেছে বোর্ড অব ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। ১১ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ এপ্রিল।

মোট আটটি ভেন্যুতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, মোহালী, মুম্বাই, নাগপুর এবং নয়াদিল্লিতে গ্রুপ পর্বসহ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তবে কলকাতার ইডেন গার্ডেনে টি২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের সেক্রেটারি অনুরাগ ঠাকরে ভেন্যুর ঘোষণা দিয়ে বলেন, ‘মর্যাদাপূর্ণ এই ইভেন্টের ভেন্যু ঘোষণা করে বিসিসিআই অত্যন্ত গর্বিত। এই সকল ভেন্যুতে আয়োজিত সকল ম্যাচই মর্যাদাপূর্ণ। এই ঘোষণায় আমরা এটাই জানাচ্ছি আমাদের প্রস্তুতি সঠিকভাবেই হচ্ছে। আমরা বিশ্বকাপ টি২০কে সকল প্রতিদ্বন্দ্বী দল এবং দর্শকদের কাছে স্মরণীয় করে রাখতে চাই। আমি নিশ্চিত সবগুলো ভেন্যুই বিশ্বমানের।’

আরটি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।