ফিফার প্রেসিডেন্ট নির্বাচন ২৬ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০৩:১০ পিএম, ২০ জুলাই ২০১৫

আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। সুইজারল্যান্ডের জুরিখ শহরে সংস্থাটির প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার নির্বাচনের এই তারিখ ঘোষণা করেন।

গত ২৯ মের নির্বাচনে নতুন করে নির্বাচিত হবার পরপরই পদত্যাগের ঘোষণা দেন ব্ল্যাটার। সে কারণেই এক বছরের মধ্যেই নতুন এই নির্বাচন।

মে মাসের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দুর্নীতির অভিযোগে শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপতারের পর ব্ল্যাটারের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। এ প্রেক্ষাপটে নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় তার কাছ থেকে পদত্যাগের ঘোষণা আসে।

নির্বাচনের নতুন শিডিউল অনুযায়ী ২৬ অক্টোবরের মধ্যে প্রার্থিতা ঘোষণা করতে হবে। ইউরোপের ফুটবল সংস্থার ইউএফআর প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে ব্ল্যাটারের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হচ্ছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।