পাকিস্তানের দ্রুততম হাজার রান আজহারের


প্রকাশিত: ১২:০৭ পিএম, ২০ জুলাই ২০১৫

পাকিস্তানের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম একহ হাজার রান করার গৌরব অর্জন করেছেন দলের অধিনায়ক আজহার আলী। মাত্র ২৩ ইনিংসে এই মাইলফলক অতিক্রম করেন তিনি। ২৩ ইনিংসে আজহারের দুটি সেঞ্চুরি এবং সাতটি হাফসেঞ্চুরিসহ মোট রান এক হাজার আট।

তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো তার গড় প্রায় ৫২। এই মাইলফলক শুধু পাকিস্তান নয় পুরো উপমহাদেশে সবচেয়ে দ্রুততম। তবে দ্রুততম এক হাজার রান করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের। ২১ ইনিংসে এই মাইলফলক গড়েন এই প্রোটিয়া ব্যাটসম্যান।  

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে মাইলফলক স্পর্শ করেন আজহার। মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও ক্যারিয়ারের এক হাজার রান করেন এই পাকিস্তানি অধিনায়ক।

অধিনায়ক হওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন আজহার। অধিনায়কত্বের প্রথম ইনিংসেই বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই ক্রিকেটার।

আরটি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।