পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২০ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে শিশু-কিশোরদের জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুনছের আলী (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । নিহত মুনছের দক্ষিণ মাছিমপুর গ্রামের মৃত আয়েন উদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে দক্ষিণ মাছিমপুর গ্রামের মুনছের আলীর ছেলে সোহেল (১৫) তার বন্ধুদের সাথে পাঁচ টাকার কয়েন দিয়ে জুয়া খেলছিল। একই গ্রামের জনৈক আজগর আলী তাদের এ জুয়া খেলায় বাধা দেয় এবং সোহেলকে মারপিট করে। এ খবরে ক্ষুব্ধ সোহেলের ভাইসহ স্বজনরা আজগর আলীর বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারপিট করে এবং হুমকি দিয়ে আসে।

এর জের ধরে রাত ৯টার দিকে আজগর আলী তার লোকজন নিয়ে মুনছের আলীর বাড়িতে হামলা করে মারধর শুরু করে। এক পর্যায়ে মুনছের আলীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুনছের আলী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, রাজশাহী মেডিকেলে মরদেহের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে  অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একে জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।