পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে উগ্র দর্শকের কাণ্ড! (ভিডিও)


প্রকাশিত: ০৫:৪১ এএম, ২০ জুলাই ২০১৫

সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে রোববার প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৩১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে পাকিস্তান। জবাবে ৪১.১ ওভার সবকটি উইকেট হারিয়ে ১৮১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ১৩৫ রানের বড় জয়ে ২-১এ সিরিজে এগিয়ে যায় সফরকারীরা। তবে এই ম্যাচে এক পর্যায়ে ঘটে তুলকালাম কাণ্ড।

১৫৮ রানেই যখন শ্রীলঙ্কার ৭ উইকেট নেই, তখন গ্যালারি থেকে মাঠে পাথর ছোঁড়া হয়। গ্যালারিতে পাকিস্তানের এক দর্শককে মারধর করতেও দেখা যায়। পাথর ছোঁড়ায় খেলতে অস্বীকৃতি জানায় পাক ক্রিকেটাররা। এক পর্যায়ে তারা মাঠের মাঝখানে এসে জড়ো হয়ে বসে থাকে। এতে খেলা বন্ধ থাকে প্রায় ২০ মিনিট।

পরে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা এসে উগ্র সমর্থকদের স্টেডিয়াম ছাড়া করলে খেলতে রাজি হয় পাকিস্তান। এক পর্যায়ে পুলিশ পুরো স্টেডিয়াম দর্শক শূন্য করে ফেলে। তবে এই ঘটনায় খেলোয়াড়দের কোনো ক্ষতি হয়নি। খেলা বন্ধ হওয়ার ২০ মিনিটি পর আবার খেলা শুরু হয়। এ পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর নিক্ষেপের ফলে স্টেডিয়ামের বাইরে থাকা অনেক যানবাহনেরই ক্ষতি হয়েছে।



আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।