লর্ডস টেস্টে তৃতীয় দিন শেষে ৩৬২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৮:১০ এএম, ১৯ জুলাই ২০১৫

লর্ডস টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬২ রানের লিড দিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১০৮ রান। এর আগে, প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩১২ রানে অল আউট হয়।

আগের দিনের ৪ উইকেটে ৮৫ রান নিয়ে এদিন ব্যাট করতে নামে স্বাগতিকরা। এতে পঞ্চম উইকেটে ৯০ রান যোগ করেন স্টোকস ও কুক। ব্যক্তিগত ৮৭ রানে আউট হন স্টোকস। পরে বাটলার ১৩ রানে আউট হলেও অবিচল ছিলেন অ্যালিস্টার কুক। শেষে সেঞ্চুরি থেকে ৪ রান দুরে থাকতে আউট হলে ভেঙে পড়ে ইংলিশদের ব্যাটিং লাইন। ৩১২ রানে গুটিয়ে যায় তারা। অজিদের পক্ষে হেজেলউড ও জনসন নেন ৩ টি করে উইকেট।

পরে বিশাল রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে অজিরা। এতে অতিথিদের দুই ওপেনার রজার্স ও ওয়ার্নার দুর্দান্ত শুরু করেন। রজার্স ৪৪ রান ও ওয়ার্নার ৬০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।