অমল সেনের ১০১তম জন্মদিন আজ


প্রকাশিত: ০৭:১০ এএম, ১৯ জুলাই ২০১৫
ফাইল ছবি

তেভাগা আন্দোলনের অগ্রপথিক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অমল সেনের ১০১তম জন্মদিন আজ রোববার। ১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইলের আউড়িয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের জমিদার বংশের সন্তান হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন তিনি। শোষিত-নিপীড়িত কৃষক সমাজের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন সবসময়। কৃষকদের অধিকার আদায়ে তেভাগা আন্দোলনে অগ্রপথিকের ভূমিকা পালন করেন তিনি।

অমল সেন ২০০৩ সালের ১৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাকে নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমাধিস্থ করা হয়।

ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস জাগো নিউজকে জানান, ঈদের কারণে অমল সেনের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয়ভাবে রোববার কোনো কর্মসূচি না থাকলেও আগামী ২৮ জুলাই বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উক্ত অনুষ্ঠানে অতিথি থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, বিমল বিশ্বাস, নুরুল হাসান, ইকবাল কবির জাহিদ, মুস্তফা লুৎফুল্লাহ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ।

রোববার বিকেলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে নড়াইলের সিঙ্গাশোলপুর ও নলদীরচরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।   

হাফিজুল নিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।