হুমায়ুন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশের সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় কথা সাহিত্যিক, নাট্যকার, উপন্যাসিক প্রয়াত হুমায়ুন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে সবুজে ঘেরা লেখকের সমাধিস্থল তার স্বপ্নের নুহাশ পল্লীতে কবর জিয়ারত, কোরান খানী, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
নুহাশ পল্লীতে পরিবারের সদস্য এবং হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠ বন্ধু, লেখক, প্রকাশকসহ হুমায়ুন ভক্তরা সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন। তারা হুমায়ুন আহমেদের কবর জিয়ারতসহ নানা কর্মসূচিতে যোগ দিচ্ছেন। তবে এসব অনুষ্ঠানে নেই কোন জৌলশ বা ঝাকজমকপূর্ণ আয়োজন। সাদামাটাভাবেই পালন করা হয়েছে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী।
একদিন আগেই হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন তার সন্তানদের নিয়ে নুহাশ পল্লীতে এসেছেন। সকালে তিনি তার সন্তানদের নিয়ে প্রয়াত স্বামীর কবর জিয়ারত করেছেন। সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ অসংখ্য হুমায়ুন ভক্ত নুহাশ পল্লীতে এসে উপস্থিত হয়েছেন।
উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন বাংলা সাহিত্যের এ উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ। তিনি চির বিদায় নিলেও রেখে গেলেন তার লেখা অসংখ্য বই, ভক্ত, পাঠক ও বন্ধুজন।
মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস