সেমিতে মোহামেডান ও বিজেএমসি
অনূর্ধ্ব-১৮ ফুটবলে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা আবাহনীকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে।
ম্যাচের শুরুতে বল দখলের লড়াইয়ে সমানে সমান খেলেছে আবাহনী-মোহামেডানের বয়সভিত্তিক দুই দল। ২৬ মিনিটে নিজেদের বিপদ ডেকে এনেছেন আবাহনীর মিডফিল্ডার রানা হামিদ। তিনি নিজেদের বক্সের ভেতর ফাউল করেছেন মোহামেডানের ফরোয়ার্ড আবু সুফিয়ানকে। তাতেই পেনাল্টি; আর তা থেকে গোল করেছেন বদরুল হাসান টুটুল (১-০)। ৬৮ মিনিটে ডি-বক্সের কাছ থেকে ফ্রি-কিকে গোল করে মোহামেডান ব্যবধান বাড়িয়েছে (২-০)।
সমান পয়েন্ট ও গোল ব্যবধান এক হওয়াতে ‘এ’ গ্রুপের রানার্সআপ নির্ধারণ করা হয়েছে টসের মাধ্যমে। টিম বিজেএমসির সঙ্গে টসে হেরে বাদ পড়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। টস জেতায় ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মোহামেডানের সঙ্গে ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে টিম বিজেএমসি। আর প্রথম সেমিফাইনালে ২৮ সেপ্টেম্বর শেখ রাসেলের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।