উরুগুয়ের বিশ্বকাপ জয়ের নায়ক ঘিঘিয়া আর নেই
১৯৫০ সালে উরুগুয়ের বিশ্বকাপ জয়ের নায়ক ঘিঘিয়া ৮৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা গেছেন।
১৯৫০ সালে মারাকানায় ব্রাজিলে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের হারিয়েই বিশ্বকাপ জিতেছিলো গিঘিয়ার উরুগুয়ে। সেই ম্যাচে গোল করেই মাঠে উপস্থিত প্রায় ১ লক্ষ দর্শকের মন ভেঙ্গে দিয়েছিলেন তিনি। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে উরুগুয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন তিনি।
আর, তার দেয়া গোলেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় উরুগুয়ে। ১৯৫০ সালে বিশ্বকাপ জয়ী উরুগুইয়ান দলের একমাত্র সদস্য হিসেবে বেঁচে ছিলেন ঘিঘিয়া।
১৯৫০ থেকে ১৯৫২ সাল পর্যন্ত উরুগুয়ের জার্সি গায়ে ১২ ম্যাচে ৪টি গোল করেছিলেন তিনি। এরপর ১৯৫৭ সালে নাগরিকত্ব বদলে ইতালির হয়ে মাঠে নামেন ঘিঘিয়া। ১৯৫৯ পর্যন্ত ইতালির জার্সি গায়ে ৫ ম্যাচ খেলে ১টি গোলও করেন তিনি।
এসকেডি/এমএস