যৌন হয়রানির অভিযোগে ফিজিও বরখাস্ত


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১৮ জুলাই ২০১৫

যৌন হয়রানির অভিযোগে দলের ফিজিও আইজাজ বশির আশহাইকে বরখাস্ত করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
 
এএফপি জানিয়েছে, টি-২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এখন নর্দার্ন আয়ারল্যান্ডে অবস্থান করছে নেপাল ক্রিকেট দল। দলের অবস্থানকারী হোটেলে এক নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় পুলিশ মঙ্গলবার ৪২ বছর বয়সী আশহাইকে গ্রেফতার করে।
 
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তমকরমাচার্য্য এএফপিকে বলেন, `হোটেলের ওই নারী কর্মী যৌন হয়রানির অভিযোগ আনার পর আমরা তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।`
 
এরইমধ্যে আদালত থেকে জামিন পেয়েছেন আইজাজ। তবে আগামী মাসে তার মামলার শুনানি হবে। দোষী প্রমাণিত হলে তার ছয় মাসের কারাদণ্ড অথবা মোটা টাকার জরিমানা হতে পারে।
 
এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।