টেস্টে টাইগারদের লক্ষ্য ড্র
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করতে পারলেই সেটা বাংলাদেশের জন্য বড় অর্জন হবে বলেও মনে করেন টাইগার ওপেনার ইমরুল কায়েস।
শুক্রবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে টেস্ট সিরিজকে সামনে রেখে ব্যাটিং অনুশীলন শেষ করে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
কায়েস বলেন, দীর্ঘ পরিসরের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা বিশ্বসেরা হলেও দলের সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, টেস্টে বাংলাদেশের ভালো করা সম্ভব।
বোলিং বিভাগে প্রোটিয়াদের বিপক্ষে পেসারদের চেয়ে স্পিনারদেরকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে বলেও জানান ওপেনার ইমরুল কায়েস।
এদিকে, বাংলাদেশের ক্রিকেটারদের স্টেডিয়ামে অনুশীলন করার কথা থাকলেও সকাল থেকে বৃষ্টির কারণে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন অধিনায়ক মুশফিক, অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। যা কাছ থেকে পর্যবেক্ষণ করতে দেখা যায় কোচ হাথুরুসিংহসহ অন্যান্য কোচদের। তবে ঈদের আমেজ শুরু হয়ে যাওয়ায় এদিন বেশিরভাগ টাইগারদেরকেই মাঠে দেখা যায়নি।
এসকেডি/এমএস