এবার ঘরমুখো যাত্রীদের ভ্রমণ অনেক বেশি স্বস্তিদায়ক হচ্ছে


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৬ জুলাই ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগের যেকোন বারের চেয়ে এবার ঘরমুখো যাত্রীদের ভ্রমণ অনেক বেশি স্বস্তিদায়ক হচ্ছে।

তিনি বলেন, মহাসড়কগুলোর অবস্থা ভালো বলে যাতায়াত অনেক বেশি সুবিধাজনক হচ্ছে। যাত্রীদের গাড়ি পেতে যেন কোনো সমস্যা না হয়, সে বিবেচনায় ঈদে ৫০৬টি বিআরটিসি বাস চালু থাকছে। এছাড়া বিআরটিসির আরও ৫৫টি বাস রিজার্ভ থাকছে, যে কোনো মুহূর্তে প্রয়োজনে সেগুলো কাজে লাগানো হবে।

মন্ত্রী বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় পবিত্র ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর করতে সকল টার্মিনালগুলো পরিদর্শনের অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের প্রায় পৌনে এক ঘণ্টা এ টার্মিনালের সার্বিক চিত্র পরিদর্শন করেন। একটি পরিবহনের বাসে উঠে তিনি যাত্রীদের সাথে কথা বলেন।

এছাড়া, টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো যাত্রী ও কাউন্টারের টিকিট বিক্রয় কর্মীদের সাথেও আলাপ করেন। বাসের সিডিউল সময়ে ছাড়ার বিষয়টি যাত্রীদের কাছ থেকে জানার পাশাপাশি টিকিট কালোবাজারীর বিষয়েও তিনি যাত্রী ও টার্মিনালের আইন শৃংখলা বাহিনীর সদস্যদের কাছে খোঁজ-খবর করেন।

এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মন্ত্রীর সঙ্গে ছিলেন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।