ছিটমহল বিনিময়ে বঙ্গবন্ধুর স্বপ্নই বাস্তবায়িত হয়েছে


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৬ জুলাই ২০১৫

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৯৭৪ এর ইন্দিরা-মুজিব চুক্তি না হলে আজকে ছিটমহলগুলো বিনিময় হতো না। ছিটমহল বিনিময়ে মূলত বঙ্গবন্ধুর স্বপ্নেরই বাস্তবায়ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১৪, ১৫, ১৬ নং লতামারী ছিটমহলে জনগণনা ও নাগরিকত্ব গ্রহণ কার্যক্রম পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা ছিটমহলবাসীর দুঃখ দুর্দশা অনেক বারই জেনেছি, আমরা বার বার এসেছি। আপনাদের দীর্ঘ ৬৮ বছরের ইতিহাস জেনেছি। আপনারা এখন এ দেশের ভোটার হবেন। আপনাদের সার্বিক উন্নয়নের জন্য ইতিমধ্যে লালমনিরহাট জেলার ৫৯টি ছিটমহলের জন্য ৬১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ মেজর জেনারেল আজিজ আহম্মেদ পিএসসি।

সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, লালমনিরহাটের মহিলা এমপি ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ছিটের অধিবাসী হাফিজার রহমান।

রবিউল হাসান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।