জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন
জাপানের মূল ভূখণ্ডের দিকে বৃহস্পতিবার একটি শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে। টাইফুনের প্রভাবে ইতোমধ্যে দেশটির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধস হয়েছে। এছাড়া বিমানের শতাধিক ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর এএফপি।
স্থানীয় সময় দুপুরে টাইফুনটি জাপানের অন্যতম প্রধান দ্বীপ শিকোকু থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এ সময় ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় ১শ ৯৮ কিলোমিটার।
ঝড়টি এখন ঘন্টায় ২০ কিলোমিটার বেগে উত্তর উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। এটি যে পথে অগ্রসর হচ্ছে তাতে সন্ধ্যা নাগাদ শিকোকু দ্বীপে সরাসরি আঘাত হানবে। এর আগে ঝড়টি প্রধান দ্বীপ হোনশুর ওপর দিয়ে বয়ে যাবে।
দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার শিকোকু অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছে। অঞ্চলটিতে বজ্রসহ দমকা ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া সংস্থা জাপানের দক্ষিণাঞ্চলে এই ঝড় ও বৃষ্টিপাতের প্রভাবে বন্যা, ঝড়ো হাওয়া, ভূমিধস আশঙ্কা করছে।
এছাড়া শক্তিশালী এ টাইফুনের কারণে জাপান এয়ারলাইন্স ও অল নিপ্পন এয়ারওয়েজ অন্তত ১২০টি ফ্লাইট বাতিল করেছে।
এসআইএস/আরআইপি