ফুটবল উন্নয়নে আবার লটারি ছাড়ছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৮

তিন বছর বিরতি দিয়ে আবার ফুটবল উন্নয়নে লটারি ছাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২০১৪ সালে প্রথমবার এ লটারি ছেড়ে প্রায় ৮০ লাখ টাকা আয় করেছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আবার বাফুফেকে লটারি ছাড়ার অনুমতি দিয়েছে। ২০ টাকা মূল্যমানের এ লটারি বিক্রি শুরু হবে ২০ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। লটারির ড্রয়ের দিন নির্ধারণ করা হয়েছে ৫ মে।

দ্বিতীয় পর্বের লটারি পরিচালনার জন্য সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের একটি কমিটিও গঠন করেছে বাংলদেশ ফুটবল ফেডারেশন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের লটারির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মেসার্স জে. কে ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী হাজী মো. আলম কবিরকে।

প্রথম পর্বের লটারিতে ছিল ৫০ লাখ টাকার ১১৬৫ টি পুরস্কার। দ্বিতীয় পর্বে পুরস্কার থাকছে ৫০ লক্ষ টাকার ৬২৪ টি।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।