প্রশ্ন ফাঁস চক্রের ৬ জন আটক


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৬ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, উত্তরপত্র জালিয়াতি এবং ফেইসবুক ও মোবাইল ফোনে প্রতারণার অভিযোগে ৬জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি, মিডিয়া) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, তাদের সাইবার অপরাধ দল বুধবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এই ছয়জনের মধ্যে একজনের নাম রায়হান চৌধুরী। সেই এ চক্রের হোতা। ড্যান ব্রাউন নাম নিয়ে সে সাইবার অপরাধ চালিয়ে আসছিল।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গ্রেফতারকৃত বাকিদের নাম-পরিচয় এবং অভিযানের বিষয়ে বিস্তারিত  জানানো হবে বলে জানান এ উপ কমিশনার।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।