ইউরো জোনের শর্তে গ্রিস সাংসদদের সমর্থন


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১৬ জুলাই ২০১৫

অর্থনৈতিক সংকট কেটে উঠতে ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা কঠোর শর্তাবলিতে অনুমোদন দিয়েছে দেশটির সংসদ সদস্যরা।

দেশটির প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস বলেছেন, তিনি নিজেও কৃচ্ছতা সাধনের নীতিতে বিশ্বাস করেন না, তবে গ্রিসকে ইউরো জোনে থাকতে হলে এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য তার।

তবে সদ্যসাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসসহ ক্ষমতাসীন সিরিজা পার্টির অনেক সংসদ সদস্যও ইউরো জোনের আরোপিত শর্তের বিপক্ষে ভোট দিয়েছেন।

এদিকে এই বেইল আউটের বিরোধিতা করে দেশটির পার্লামেন্টে এবং রাজপথে উত্তেজিত জনতা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

গ্রিসের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করার বিষয়ে আবারো আলোচনায় বসার আগে ইইউ-এর শর্তগুলোকে মেনে নেয়ার বিকল্প ছিল না।

পরিকল্পনাটির পক্ষে ভোট দিতে সবাইকে অনুরোধ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস।

এসআইএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।