ফুলছড়িতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৫ জুলাই ২০১৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গাঁজাসহ আটক মরিয়ম বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীর আট মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের পর এনডিসি নাজমুল হক এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মরিয়ম উপজেলার পশ্চিম গোলদহ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরিয়ম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সাড়ে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে মরিয়মকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

অমিত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।