‘বাবার স্বপ্ন অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়’


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ জুলাই ২০১৫

বাবার মৃত্যুর পরও তাঁর স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর দুই ছেলে আযহার চৌধুরী এবং আহসান খান চৌধুরী। বুধবার সামরিক জাদুঘরে বাবার জানাজায় অংশ নিয়ে তাঁর স্বপ্ন ও সৃষ্টি প্রাণ-আরএফএল গ্রুপের সামনে এগিয়ে চলা অব্যাহত থাকবে বলে জানান তারা। এসময় তারা বাবার জন্য সবার কাছে দোয়া চান।
 
আযহার চৌধুরী বলেন, আমার বাবা শুধু বাবা ছিলেন না। ভালো বন্ধু ছিলেন। তার সৃষ্টি প্রাণ-আরএফএল গ্রুপ যেন টিকে থাকে তার জন্য আমাদের সব সময় বলতেন। তাই এখানে যারা কাজ করছেন, সেই সব সহকর্মীদের বলব, প্রাণ-আরএফএল গ্রুপকে আমরা টিকিয়ে রাখব। সামনের দিকে নিয়ে যাবো। এটি আমার বাবার চাওয়া।  
 
প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী বলেন, বাবা আমাদের জন্য একটা সফল পরিকল্পনা (সাকসেশন প্লান) তৈরি করে দিয়েছেন। আমরা তা ধরে রাখার চেষ্টা করবো এবং আমরা সবাই এক সঙ্গে বাবার স্বপ্ন বাস্তবায়ন এগিয়ে যাবো।
 
বাবা নেই আমাদের মাঝে তবে বাবার রেখে যাওয়া নির্দেশনা, আদর্শ আমাদের কাছে রয়েছে এ নিয়ে আমরা এগিয়ে যাবো। আর আমার বাবার কাছে কারো কোনো দেনা-পাওনা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ব্যবসায়ী পরিমণ্ডলে আমাদের বাবার যা দেনা আছে তা কোম্পানির পক্ষ থেকে পরিশোধ করে দেবো। প্রতিষ্ঠানের দায়ও ইনশাল্লাহ পরিশোধ করে দেবো।

এসএ/এআর/এসআই/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।