উভয় সংকটে ধোনি!


প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৫ জুলাই ২০১৫

দুই বছর আগে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন আইপিএল থেকে যদি চেন্নাই সুপার কিংকে (সিএসকে) নির্বাসিত করা হয় তাহলে আমিও আপিএল ছেড়ে চলে যাবো। কিন্তু দুই বছর পর এই নিষেধাজ্ঞায় পড়লো টিম সিএসকে। ভারতের আদালত সিএসকে-কে দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। কাজেই সেই সঙ্গে ধোনির কথাটাও ভারতের ক্রিকেট অঙ্গনে মুখের বুলি হয়ে চাউর হচ্ছে। সবার একটাই কথা এবার কি করবেন ধোনি?

শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন এবং বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্ড্রাের কারণে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের নাম। যার ফলে দুই বছরের জন্য বাদ পড়েছে আইপিএলের আসর থেকে। সিএসকে না হয় দুই বছর বাদে আবার দল গুছিয়ে আইপিএলের আসরে আসবে কিন্তু মিস্টার কুল অধিনায়ক তার কি হবে? তাহলে কি ধরেই নেয়া যায় আইপিএলকে বিদায় জানালেন ধোনি!

এদিকে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে আইপিএল থেকে নির্বাসিত করার পর প্রশ্ন উঠেছে, এদের ভবিষ্যত্ কী? তবে এ বিষয়ে ধোনি-রায়না তো বটেই, ক্রিকেটারদের কেউই এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

আরটি/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।